E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক আটক

২০২৫ আগস্ট ১৫ ১৮:৪৪:০৯
ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক আটক

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট)  রাত দেড়টার দিকে পৌর শহরের শাওন চা কোম্পানি সংলগ্ন নারিচা এলাকা থেকে যানবহনে বিশেষ তল্লাশি পরিচালনার সময় তাদের আটক করে আমবাগান ফাঁড়ির পুলিশ। এরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি ছাড়াও রেজিস্ট্রেশন বিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। আটককৃতরা হলো পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গভীর রাতে শহরের ওই সড়কটিতে অপরাধীদের দৌরাত্ম বাড়ে। তাই বিশেষ চেকপোস্টে বসিয়ে তল্লাশি চলাকালে তাদের অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। এরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি সাথে সাথে সংশ্লিষ্ঠ জানিয়ে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিকালের দিকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

(এসকেকে/এসপি/আগস্ট ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test