E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

২০২৫ আগস্ট ১৫ ১৯:৩৬:৫৯
পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পিকনিকে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে প্রাণ গেল বুরুজ হোসেন (৪১) নামের এক রাজমিস্ত্রির। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা এলাকায় গুমানী নদী থেকে বুরুজের লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। তিনি উপজেলার বোয়াইলমারী গ্রামের মৃত ইন্তাজ আলী প্রামানিকের ছেলে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বুরুজ হোসেন সমবয়সী ও এলাকার বেশকিছু মানুষসহ চলনবিল ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বের হন। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় রাত ৯টার দিকে নৌকার গলুইয়ের সামনে বসে থাকা অবস্থায় গুমানী নদীতে হটাৎই পড়ে যান বুরুজ। মূহূর্তেই তলিয়ে যায় সে। রাতের অন্ধকারে পানিতে পড়ে যাওয়া বুরুজকে নৌকায় থাকা লোকজন অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে পাননি।

পরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় গুমানী নদীতে চেষ্টায় বুরুজের লাশ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

(এসএইচ/এসপি/আগস্ট ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test