E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মারা গেলেন ইসমাইল 

২০২৫ আগস্ট ১৫ ২২:৫৫:৩৪
আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মারা গেলেন ইসমাইল 

গোপালগঞ্জ প্রতিনিধি : আত্মীয়ের মরদেহ বাড়িতে নেয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ি ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।

ওসি মোঃ রকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সাথে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়ায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন ২টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(টিবি/এএস/আগস্ট ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test