E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

২০২৫ আগস্ট ১৬ ০১:০৪:৪৬
কাপ্তাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রিপন মারমা, কাপ্তাই : কাপ্তাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। শুক্রবার (১৫ আগস্ট)  বিকেল সাড়ে ৫ টায় রাঙ্গামাটি কাপ্তাই  ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুরগির টিলা নামক এলাকায় পিতার অভিযোগে মেয়ের বাল্য বিবাহ বন্ধ করা হয়। সেই সাথে মেয়ের মার নিকট হতে ৫হাজার টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নেন উপজেলার ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা  ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

অভিযোগে জানা যায় অত্র এলাকার মৃত ফজলু মিয়ার স্ত্রী রুবি বেগম (৪৫)তার অপ্রাপ্ত মেয়েকে টাকার লোভে ওমান প্রবাসী মানিক নামক এক ছেলের সাথে মোবাইলে ভিডিও কল করে বিবাহ দেয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়। এবং মেয়ের হাতে মেহেদী পড়ানো হয়।কিন্তু বিবাহ বন্ধনে বাধ সাজে রুবি বেগমের সৎ স্বামী মো.রানা।সে কোন কারণে অপ্রাপ্ত মেয়েকে বাল্যবিবাহ দিবেনা।

রুবির স্বামী কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই থানাসহ বিভিন্ন জায়গায় গিয়ে বিবাহ বন্ধ করার অভিযোগ করে। অভিযোগের আলোকে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে এসে সত্যতা পায়।এসময় মেয়ের মা স্বীকার করে বলেন, আমরা বিবাহর প্রস্তুতি নিয়েছিলাম তবে এখনো বিবাহ হয়নি।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেয়ের মা,ভাই,বোন এর নিকট হতে মুচলেকাসহ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পযন্ত বিবাহ দেয়া যাবেনা বলে জানান, প্রশাসন। এসময় উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নেলী রুদ্র বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মেয়ের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

(আরএম/এএস/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test