E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় বৃক্ষরোপণ 

২০২৫ আগস্ট ১৬ ১৯:১৬:৫৫
দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে তৃতীয় দফায় বৃক্ষরোপণ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে তৃতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকালে দিনাজপুর শিশু পার্ক প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ও বাংলা লিংক এর সহযোগিতায় এ কর্মচুচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো রফিকুল ইসলাম।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে বৃক্ষরোপণ উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো আনোয়ার হোসেন সরকার, দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো আব্দুস সালাম, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহাবুব হাসান সুমন এবং দিনাজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক একরামুল হক আবীর বক্তব্য রাখেন।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর উপস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে, ধর্মপুর শাল বনের রেঞ্জার মহসিন হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো.শামীম শেখ, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ধারাভাষ্যকার এসএম রফিক, সদস্য হাসান চৌধুরী, দিনাজপুর ভিডিও ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন বরকত, সাবেক ইউপি সদস্য আজাহার আলী, যুব নেতা আরেফিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তরা।

বক্তরা বলেন, 'সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। নিজের সন্তান অভিভাবকের সঙ্গে গাদ্দারি করতে পারে। কিন্তু বৃক্ষ কখনো গাদ্দারি করেনা। গাছ লাগালে, লালন-পালন করলে দেয় তার প্রতিদান। অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, সর্বোপরি ছায়া দেয়, পরিবেশকে রাঁচিয়ে রাখে গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান গুরুত্বর।'

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের উদ্যোগে ও বাংলা লিংক এর সহযোগিতায় তৃতীয় দফায় দিনাজপুর শিশু পার্কে বকুল, কৃষ্ণচূড়া, জারুল, শিমুল, পলাশ, সোনালু, জামরুল, নিম, অর্জুন, জলপাই, আমলকি, তেঁতুলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঐষধি গাছের চারা বৃক্ষরোপণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষচারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব।

(এসএস/এসপি/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test