E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৫ আগস্ট ১৬ ২০:১৫:৫৮
কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আজ শনিবার বিকেলে কেপিএম কয়লার ডিপু  হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এ সময় ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী রঙিন পোশাকে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় যোগ দেন।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মহাশোভা যাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি হারুনর রশিদ রতন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসাইন মইন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলার যুগ্ম আহবায়ক রূপক মল্লিক রাতুল।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহা শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test