E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জামালপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা

২০২৫ আগস্ট ১৬ ২০:২২:০১
জামালপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা বিএনপির সম্মেলন ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। আগামী ২৩ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের পুরাতন বাইপাসে রানী কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ আইনজীবী গোলাম নবী, মো. লিয়াকত আলী, আইনজীবী ফজলুল হক, কাজী মসিউর রহমান, আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম নবাব, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সাদা, সহ-সভাপতি শ্যামল চন্দ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

উল্লেখ, গত ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আগমগীর ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতি এবং এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন জেলা বিএনপির কমিটি কমিটি ঘোষণা করেন। এরপর আগামী ২৩ আগষ্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

(আরআর/এসপি/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test