E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জলাবদ্ধতা নিরসনে অচল খাল সচলের দাবিতে মানববন্ধন 

২০২৫ আগস্ট ১৮ ০০:৪৭:৪০
জলাবদ্ধতা নিরসনে অচল খাল সচলের দাবিতে মানববন্ধন 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে অচল খাল সচলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি সদর উপজেলার সুলতারপুর ইউনিয়ন শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সুলতারপুর ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার। এতে আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউ‌নিয়‌নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষি জমিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছে না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয় সামনের রবি মৌসুমের ফসলও চরম হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার বাঁচাতে অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

(একে/এএস/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test