E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ

২০২৫ আগস্ট ১৮ ১৭:৫৪:৩৭
গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ

গৌরীপুর প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমিন পাপ্পা।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাফরোজা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব।

অতিথিদের মধ্যে বক্তব্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জুলাই শহীদ জুবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে সেরা মাছচাষি হিসাবে বোকাইনগর ইউনিয়নের মাছচাষি নুরুল হককে ক্রেস্ট দিয়ে সম্মাননা পুরস্কার দেয়া হয়।

(এসআই/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test