E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নগরকান্দা ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলা

২০২৫ আগস্ট ১৮ ১৮:৫০:০৯
নগরকান্দা ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এ ঘটনা ঘটে। 

আজ সোমবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সভা শেষে এ হামলায় ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান গুরুতর আহত হন।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মীরা কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় তাদের ওপর এ হামলা চালানো হয়।

ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ কর্মীরা গণঅধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় আমাদের ওপর এ হামলা চালানো হয়।

এ ব্যাপারে নগরকান্দা থানার উপপরিদর্শক ইরান হোসেন বলেন,এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, আমি থাকাকালীন সময়ে এ রকম কোন ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষ করে আমি জেলায় চলে আসি। পরে হয়তো কোন ঘটনা ঘটতে পারে, যা আমার জানা নেই।

(পিবি/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test