E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মানববন্ধনে চরম উত্তেজনা

দিনাজপুরে জীবন মহল নিয়ে দুই পক্ষের বিক্ষোভ প্রতিবাদ সভা 

২০২৫ আগস্ট ১৮ ১৯:৩১:০৫
দিনাজপুরে জীবন মহল নিয়ে দুই পক্ষের বিক্ষোভ প্রতিবাদ সভা 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে জীবন মহল পার্ক কেন্দ্র করে ড. আনোয়ার চৌধুরী জীবনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানব্বন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার সকালে এলাকাবাসী আড়াই ঘন্টাব্যাপি এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করে।
অপরদিকে ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে একটি অংশ জীবনমহল পার্ক এর কার্যক্রম বন্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন পালন করেছে কাঞ্চন মোড়।

উভয় পক্ষে একইদিনে একই সময়ে কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা দেখা দেয়। বিপুল অসংখ্য পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে বিরল উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থল সেনাবাহিনী পরিদর্শন করে।

দিনাজপুরের বিরল জীবন-মহল ও দরবারশ রীফ বন্ধ এবং জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভায় মোতাহার, বাবুল, শাহ্ আলম, ইদ্রিস, মোমিন, শাহাজাহান, আজিজুল, মোকাররম, মজিবর, মামুন, পারুল, শিরিন, খোতেজা, মরিয়ম, মোমেনা, আলেয়া, আকলিমা, সেলিনা, কাওসার হাবিবা, বকুল, আজিম, বরকত, নুর ইসলামসহ অসংখ্য নারী-পুরুষ ও এলাকাবাসী বক্তব্য রাখেন।

অন্যদিকে সকাল ১১ টায় ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে কাঞ্চন মোড়ে প্রতিবাদ সমাবেশ শেষে পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলার আলেম-ওলামাবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান,বাংলাদেশ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল কারীম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করায় কোনরকমের অপ্রীতিকর ঘটনাছাড়াই দু'টি গ্রুপের প্রতিবাদ সমাবেশ চরম উত্তেজনার মধ্যদিয়ে শেষ হয়।

(এসএস/এসপি/আগস্ট ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test