E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা, তা নিয়ে আমি সন্দিহান’

২০২৫ আগস্ট ১৯ ১৩:০৫:৪৫
‘নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা, তা নিয়ে আমি সন্দিহান’

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যতটুকু জানি, নির্বাচনে যদি কেউ বাঁধা সৃষ্টি করে। এ দেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে। এর কোন বিকল্প নেই। 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করেছে বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনো যদি কেউ নির্বাচন নিয়ে তালবাহানা করে তবে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা, তা নিয়ে আমি সন্দিহান।

সোমবার (১৮ আগস্ট) দুপুরের মুন্সীগঞ্জের শ্রীনগরের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডহক কমিটির অভিভাবক সদস্য মো. সোহেল লস্কর, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার এবং মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক-শিক্ষকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন।

(এআই/এএস/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test