E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৫ আগস্ট ১৯ ১৯:১৮:২৪
ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আলমাছ বেপারী, সাজ্জাদ হোসেন, মামুন ফরাজী, সদস্য শেখ খসরুল আলম ও শেখ মুসা প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তবে তার অনুসারীরা এখনও দেশে থেকে অরাজকতা ও নাশকতার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় বক্তারা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে আইল্যান্ডে বৃক্ষরোপণ ও ডাম্পিং নির্মাণ করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে এসে যোগ দেয়।

(ডিসি/এসপি/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test