E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা 

২০২৫ আগস্ট ২০ ০০:১৩:৫৩
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হামলার ঘটনা ঘটেছে গুরুত্বর আহত অবস্থায় তাকে কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পিছন গেটে এ ঘটনা ঘটে।

আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টা‌ডিজ বিভা‌গের(সন্মান) প্রথম বর্ষের ছাত্র। তি‌নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্য স‌চিব। ‌

তার সমর্থ‌কদের দা‌বি, কলেজ হোস্টেলের আধিপত‌্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মূখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন,একমাস আগে কুষ্টিয়া সরকারী কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিলো। হলের মধ্যে এই রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেয় আফ্রিদী। এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালিয়ে‌ছিল ছাত্রদল। তখন পুলিশ চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরই জের ধরে আজ সন্ধ‌্যার দিকে আফ্রিদীকে একা পেয়ে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ মাঠের পিছনের পকেট গেটে হামলা চা‌লায়। এ সময় তাকে বেধড়ক মার‌পিট করা হয়।

অভিযোগের ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) ‌হোসেন ইমাম বলেন,মাথায় ও বুকে আঘা‌ত করা হয়েছে। সি‌টিস্ক‌্যান করতে বলা হয়েছে। রির্পোট আস‌লে বা‌কিটা বলা যা‌বে।

কু‌ষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোশারফ হোসেন বলেন,আমি হাসপাতালেই আছি। বিষয়‌টি নিয়ে কথা বলা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

(এমএজে/এএস/আগস্ট ২০, ২০২৫)


পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test