E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২০২৫ আগস্ট ২০ ০০:১৮:৫২
৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি : ভারতে বিভিন্ন সময়ে আটক হয়ে কারাভোগ শেষে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত দিয়েছে বিএসএফ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কাজীপুর বিওপি-সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত দেওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক মোঃ মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ব্যাটালিয়ন বিএসএফের গান্দিনা কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার প্রস্তাব পাঠান। পত্রের সঙ্গে সংযুক্ত নাম ঠিকানা যাচাইয়ের মাধ্যমে বিজিবি প্রত্যেকের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় প্রশাসন তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গাংনী জেলার সহকারী ভূমি কমিশনার সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ঈসরাইল, বিজিবি কাজীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নাঃ সুবেদার আসাবুর রহমান প্রমুখ।

এসময় বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১১ বিএসএফ এর কোম্পানি কমান্ডার এসি সুনিলসহ আরও অনেকে।

বিজিবি আরও জানায়, বিএসএফ কর্তৃক ফেরত ৩৯ জনকে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুরের গাংনী থানা পুলিশের হেফাজতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

(এমএজে/এএস/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test