কালিগঞ্জে হিন্দু সম্পত্তি জবরদখলের মহোৎসব, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে তুলসী বেদী থেকে তুলসী গাছ তুলে ফেলাসহ কমপক্ষে ১০ প্রজাতির শতাধিক গাছ গাছালি কেটে, ফল লুট করে, চলাচলের প্রধান রাস্তা বন্ধ করে ঘরের চাল ও বেড়া বানিয়েএক হিন্দু পরিবারের চার বিঘা জমি জবরদখলের চেষ্টা করা হয়েছে। রবিবার ভোর থেকে সোমবার বিকেল তিনটা পর্যন্ত এ জবরদখলের কাজ চলে। রবিবার ভোর ৫টা থেকে এ জবরদখল প্রক্রিয়া শুরু হলে থানায় অভিযোগ করলেও পুলিশ আসে সোমবার সকাল সোয়া ১১টায়। পুলিশের উপস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসীরা জবরদখল ও লুটপাট চালানো অব্যহত রাখার ছবি মোবাইলে ধারণ করায় উপপরিদর্শক সাব্বির আহম্মেদ ক্ষতিগ্রস্ত শংকর মণ্ডলের মোবাইল ফোন কেড়ে নিয়ে সংগৃহীত দুই দিনের ভিডিও ডিলেট করে দেন।
কালিগঞ্জের চম্পাফুল গ্রামের সুনীল কুমার মণ্ডল জানান, জ্ঞানেন্দ্র মণ্ডলের ওয়ারেশ সূত্রে চম্পাফুল মৌজার ৮৮ দাগে তিন বিঘা ও হাজারী মণ্ডলের কাছ থেকে ক্রয় সূত্রে ৯১ দাগে নিজের ও স্ত্রী মাধবী মণ্ডলের কাছ থেকে ৪১ শতক জমি কিনে তাতে ফলজ ও বনজ গাছ গাছালি লাগিয়ে , পুকুরে মাছ চাষ করে ১৮ বছরেরও বেশি সময় ধরে তারা শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন। ওই জমির কিছু অংশ অর্পিত সম্পত্তি হওয়ায় তিনি আদালতে মামলা করেন। জাল জালিয়াতির মাধমে কাগজপত্র তৈরি করে ওই জমি নিজের দাবি করে মামলায় বাদি শ্রেণীভুক্ত হন তাদের শরীক ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল। মামলায় সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টেও জিতে যান তিনি (সুনীল)। রায় ও ডিক্রী সুনীলের পক্ষে যায়। একপর্যায়ে ১৬ শতক জমি কমল অনিয়মের মাধ্যমে আলমগীরের নামে লিখে দেয়। আদালতে কমল ওই জমির স্বত্বহীন হলে কৌশলে ওই জমি তার ছেলে তাপস মণ্ডলের নামে লিখে দেয়। তাপস মণ্ডলের কাছ থেকে ওই জমি জালজালিয়াতির আশ্রয় নিয়ে লিখে নেয় আওয়ামী লীগ কর্মী একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সামাদ গাজী ও আলমগীর। একপর্যায়ে সামাদ গাজী ১৯৮০ সালের একটি জাল দলিলমূলে ওই জমির একাংশ ২০১২ সালে জবরদখল করে সেখানে রাইস মিল বানায়। বাধা দেওয়ায় তাকে ও তার স্ত্রী মাধবী ও ছেলে শংকর মণ্ডলকে মারপিট করে। এ ছাড়া দুই দফায় শংকরকে রাস্তা থেকে তুলে নিয়ে রাম দা, ছুরি, লাঠি ও প্রেটোলের বোতলসহ ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রাতভর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা করা হলেও বিচার পাননি তারা।
সুনীল মণ্ডল আরো জানান, বেআইনিভাবে তাপস মণ্ডলের কাছ থেকে জমি নিয়েছেন দাবি করে হেরে যাওয়ায় সামাদ গাজীর মিল উচ্ছেদ করতে তিনি কালিগঞ্জ সহকারি জজ আদালতে দেঃ ৪৮৮ নং মামলা করেন। যার ধার্য দিন আগামি ২৪ আগষ্ট। এ ছাড়াও সামাদ গাজীর বিরুদ্ধে একই আদালতে দেওয়ানী ৩১৪ নং মামলা চলমান রয়েছে। তার শেষ সাক্ষীর জ্য দিন রয়েছে আগামি ৫ সেপ্টেম্বর। বর্তমানে তিনি, তার স্ত্রী মাধবী, ছেলে শংকর, পুত্রবধু সরস্বতী মণ্ডল, মেয়ে চম্পা মণ্ডল নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সুনীল মণ্ডল বলেন, আগামি ধার্য তারিখে তার মিল উচ্ছেদ করার আদেশ হতে পারে এমন আশঙ্কায় সামাদ গাজী ও আলমগীর হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জন ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী (যাদের অধিকাংশের বাড়ি আশাশুািনর গোদাড়ায়)। রবিবার ভোর ৫টার দিকে তাদের জমির মধ্যে ঢুকে আম, কাঁঠাল, কলা, জাম, জামরুলসহ কমপক্ষে ১০ প্রজাতির ফলজ ও বণজ বৃক্ষ কেটে সাবাড় করে ও ফল লুট করে। বাড়িতে ঢোকার প্রধান রাস্তা বাঁশের চটা দিয়ে ঘেরার সময় বাধা দেওয়ায় ও গাছ কাটার দৃশ্য ভিডিও করতে যাওয়ায় তাদেরকে দা ও লোহার রড দিয়ে হত্যার চেষ্টা করলে তারা ঘরের ভিতরে আশ্রয় নেন। বিষয়টি তাৎক্ষণিক কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ও রোরবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ আসেনি। সোমবার সকাল থেকে জবরদখলকারিরা আবারো চারবিঘা জমির চারিপাশে ঘেরা দেওয়া শুরু ও একটি ঘরের জন্য সিমেন্টের পিলার বসানো শুরু করলে বারবার থানাকে অবহিত করেন। সকাল ৯টার দিকে দুইজন সাংবাদিক ঘটনাস্থলে এলে জবরদখলকারিরা তাদের লক্ষ্য করে হামলা চালাতে যায়। একপর্যায়ে সোয়া ১১ টার দিকে উপপরিদর্শক সাব্বির আহম্মেদ এর নেতৃত্বে চারজন পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিত ঘর নির্মাণ ও জবরদখলের কাজ করার ছবি ভিডিও করতে গেলে উপপরিদর্শক সাব্বির হোসেন ছেলে শংকর মণ্ডলকে মারতে যান। এমনকি দুই দিন ধরে মোবাইলে থাকা সকল ভিডিও ডিলেট করে দেন তিনি। পুলিশ চলে যাওয়ার সাথে সাথে সামাদ গাজীর লোকজন আবারো টিন দিয়ে ঘরের চাল তৈরি শুরু করে। উপপরিদর্শক সাব্বির আহম্মেদ সোমবার সন্ধ্যা ৭টায় দুপক্ষকে নিয়ে বসাবসির জন্য তাকে (সুনীল) থানায় যেতে বলেন। ওই সময় তাদের জন্য নিরাপদ নয় বলায় উপপরিদর্শক সাব্বির আহম্মেদ তার উপর ক্ষুব্ধ হন। এমনকি বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন রাতে না এলে পরদিন সামাদ গাজী কোন অঘটন ঘটালে তার কিছু করার থাকবে না।
প্রত্যক্ষদর্শী একই গ্রামের আব্দুস সবুর, রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইব্রাহীম হোসেন, মাষ্টার সাধুরঞ্জন খাঁসহ কয়েকজন বলেন, যেভাবে ফিল্মি স্টাইলে জমি জবরদখল করা হচ্ছে তাতে ওই পরিবারটি রাতের আঁধারে দেশ ছাড়তে বাধ্য হবে কিনা তা নিয়ে সন্দিহান তারা।
চম্পাফুল গ্রামের গফুর গাজীর ছেলে রেজাউল করিম বলেন, তার সতাতো চাচা সামাদ গাজী, আব্দুর রউফ ও বরকতুল্লা গাজীসহ কয়েকজন জমিস নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৯৮৯ সালের ২৯ জুলাই বালাপোতায় তার দুই ভাই মফিজুল ও আরিফুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা গফুর গাজী বাদি হয়ে সামাদ গাজীসহ নয় জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। একইভাবে ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সামাদ গাজী ও তার সহোদররা ১৯৯০ সালের ২৩ মে বালাপোতায় ভাই শফিকুল ও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে শফিকুল মারা যায়। তিনি মারাত্মক জখম হলেও জীবনে বেঁচে যান। এ ঘটনায় তিনি সামাদ গাজীসহ ১২ জনের নামে মামলা করেন। ভয়ে তিনি দীর্ঘ ৩০ বছর পালিয়ে ঢাকায় ছিলেন। আব্বা মারা যাওয়ার পর তিনি ২০২১ সালে বাড়িতে এলেও অধিকাংশ সময় বাড়িতে থাকতে পারেন না। একপর্যায়ে তারা দুটি হত্যা মামলা তুলে নিতে বাধ্য হন। একই ভাবে হিন্দ্রæ ব্রাহ্মন সম্প্রদায়ের এক পুরোহিত বলেন, ২০২০ সালের ২৬ নভেম্বর তার স্ত্রীকে ঘরের মধ্যে ঢুকে ধর্ষণ করে সামাদ গাজী। এ ঘটনায় মামলা হলেও তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। খুন হওয়ার ভয়ে মামলা চালাতে পারেননি তিনি।
এ ব্যাপারে সামাদ গাজীর কাছে মোবাইল ফোনে জানতেদ চাইলে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি এ প্রতিবেদককে বলেন, তিনি থানার ভিতরে রয়েছেন। পরে কথা বলবেন।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বীর আহম্মেদ বলেন, তিনি ঘটনাস্থলে যাওয়ার পর শংকল মণ্ডল ভিডিও করায় তার কাছ থেকে মোবাইল সেট নিয়ে ফুটেজ ডিলেট করে দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, রবিবার কোন জবরদখলের ঘটনা ঘটেনি। সোমবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এখনো জবরদখলের কাজ চলছে জানানো হলে তিনি বলেন, সুনীল মণ্ডলকে আদালতে যেতে বলুন। দুপক্ষকে নিয়ে সামবার সন্ধ্যায় থানায় বসার জন্য বলা হয়েছে। সুনীল মণ্ডল পরিবারের জন্য সন্ধ্যার পর বাইরে যাওয়া নিরাপদ নয় জানালে তিনি বলেন, এতে তার কিছু বরার নেই।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, বিষয়টি রবিবার রাতে জানার পর কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
(আরকে/এএস/আগস্ট ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘যত চ্যালেঞ্জিংই হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে’
- মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের সন্তানদের জিটিসি’র শিক্ষা উপবৃত্তি প্রদান
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার মামলা প্রধান আসামী গ্রেফতার
- কালিগঞ্জে হিন্দু সম্পত্তি জবরদখলের মহোৎসব, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- শ্যামনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- পুতিন হয়তো চুক্তি করতে চাইবেন না বলে আশঙ্কা ট্রাম্পের
- বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান শুরু
- নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ২৭
- ‘স্বাধীনতা বিরোধীরা পিআর পদ্ধতি চায়’
- দেশে ফিরে অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
- ডাকসু নির্বাচন : মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলাবদ্ধতা ইস্যুতে ভিন্নধর্মী প্রতিবাদ
- বিশ্ব মশা দিবস আজ
- কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, ফের খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
- ৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- মুক্তিযোদ্ধারা আওলাকান্দী গ্রামের যমুনা নদীতে পাকমিলিটারী লঞ্চ আক্রমণ করে
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে’
- সেতু থেকে নদীতে বাস, নিহত ২৭
- এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
- ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- এক বছরে ৩৮৩ ত্রাণকর্মী নিহত : জাতিসংঘ
- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাইলস্টোন খুলছে রবিবার, ক্লাস হবে নবম-দ্বাদশের
- ‘অসহায় নারীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য’
- একুশের কবিতা
- দ্বিজেন্দ্রলাল রায়’র কবিতা
- ‘পরের ১৫-২০ বছরও চেন্নাইয়েই থাকব’
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
- ১২ দিন পর খুললো মাইলস্টোন, নেই শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়
- 'যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে কাজের অভাব হয় না'
- চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার মামলা প্রধান আসামী গ্রেফতার
- ইউএনও তুমপার বিরুদ্ধে নিজ কর্মস্থলে সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ
- কৃত্রিম সূর্যগ্রহণ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা
- তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব
- বরিশালে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা
- সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
- পাহাড়ি ঢলে ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ
- আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
- ‘ফিরছি, যা আগের চেয়ে আরও সাহসী ও স্মরণীয়’
- ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক রিয়েলমির
- বঙ্গবন্ধুর নেপথ্য খুনিকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
- চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীর উদ্বোধন
২০ আগস্ট ২০২৫
- মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের সন্তানদের জিটিসি’র শিক্ষা উপবৃত্তি প্রদান
- চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার মামলা প্রধান আসামী গ্রেফতার
- কালিগঞ্জে হিন্দু সম্পত্তি জবরদখলের মহোৎসব, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- শ্যামনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলাবদ্ধতা ইস্যুতে ভিন্নধর্মী প্রতিবাদ
- কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, ফের খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
- ৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা