E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেড়েই চলেছে চুরির ঘটনা 

ঈশ্বরদীতে ফের শিক্ষা প্রতিষ্ঠানে চুরি 

২০২৫ আগস্ট ২০ ১৮:০৬:০৫
ঈশ্বরদীতে ফের শিক্ষা প্রতিষ্ঠানে চুরি 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফের ঘটেছে চুরির ঘটনা। পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের  দু'টি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি সংঘটিত হয়েছে।

আজ বুধবার সকালের দিকে এক চোর লোহার রড দিয়ে তালা ভাঙছে এমন দৃশ্য সিসিটিভিতে দেখা গেছে।

ঈশ্বরদীতে এখন প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বাসা-বাড়ির পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে হানা দিতে শুরু করেছে। একদিন আগে মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। এছাড়া সোমবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে।

চোরকে সনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানিয়েছেন।

পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী শামসুল আলম জানান, প্রতিদিনের মতো সারারাত দায়িত্ব পালন শেষে ফজরের নামাজ আদায় করে সকালে বাড়িতে চলে যাই। আজ স্কুল ছুটি ছিল। এই সুযোগে চোর গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর দু'টি কক্ষে ঢুকে বেশ কয়েকটি আলমিরা ভেঙে মালামাল তছনছ করে। চুরির খবর শোনার পর স্কুলে চলে আসেছি।

প্রধান শিক্ষক জোমসেদ আলী বলেন, নৈশপ্রহরী দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি চলে যান। আজ স্কুল ছুটি থাকার সুযোগে সকাল ৬.১৫ মিনিটের সময় একজন চোর লোহার রড দিয়ে গ্রিলের তালা ভাঙ্গে সিসিটিভিতে তা দেখা যাচ্ছে। অফিসের দু'টি কক্ষের বেশ কয়েকটি আলমিরা ভেঙে নগদ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে গেছে। চুরির ঘটনা পুলিশকে অবগত করেছি। গতকাল মঙ্গলবার ১ নং ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই দুটি ল্যাপটপ চুরি হয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকালে নৈশপ্রহরী চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একজন চোর রড দিয়ে তালা ভাঙছে। আমরা এক্সপার্ট এনে চোরকে সনাক্তের চেষ্টা করছি। চোরকে সনাক্তের জন্য এখনো তদন্ত চলছে।

(এসকেকে/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test