E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে শপিং মলের ৯ দোকানে চুরি 

২০২৫ আগস্ট ২০ ১৮:১৫:০২
নড়াইলে শপিং মলের ৯ দোকানে চুরি 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল শহরের একটি শপিংমলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৯টি দোকানের শার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূইঁয়া শপিংমলে দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ভূঁইয়া শপিংমলের একটি থাই গ্লাসের জানালা খুলে চোরেরা মার্কেটের ভীতরে প্রবেশ করে। ৫/৬ জনের চোরচক্রের সকলেই মুখ বেঁধে এসছিলো। চোরেরা মার্কেটের ভীতের প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এরপর শাবল অথবা লোহার রড দিয়ে পর্যায়ক্রমে ৯টি দোকানের শার্টার ভেঙ্গে ভীতের প্রবেশ করে।

এই মার্কেটের আবজাল সু-স্টোর, অঙ্গশোভা গার্মেন্টস, আপন বস্ত্রালয়, পাঞ্জাবী হাউজ, সুনন্দা গার্মেন্টস, আরকে টেইলার্স, ব্রান্ড বাজার, আরাফি ফ্যাশন ও রুবেল স্টোরে চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

দোকান মালিকরা জানান, ব্রান্ড বাজার থেকে নগদ ৪ লাখ টাকা, আবজাল সু হতে ৫৯ হাজার টাকা, অঙ্গশোভা গার্মেন্টস হতে ২৮ হাজার টাকা ও রুবেল স্টোর হতে ১০ হাজার টাকাসহ অন্যান্য গার্মেন্সগুলি হতে কমবেশি টাকা নিয়ে যায়। এছাড়া মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ভূক্তভোগীরা জানান।

ক্ষতিগ্রস্থ আবজাল সু স্টোর এর মালিক সৈয়দ ওসিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে যান। ক্যাশবাক্সে ৫৯ হাজার টাকা ছিলো। চোরেরা টাকা নিয়ে গিয়েছে।

রুবেল স্টোরের মালিক রুবেল জানান, তার মুদিখানা দোকানের ক্যাশে ১০ হাজার টাকা ছিলো। চোরেরা পুরো টাকাটাই নিয়ে গেছে। অঙ্গশোভা গার্মেন্সের মালিক ওয়াহেদ জামাল জানান, নিরাপদ মনে করেই সারাদিনের বিক্রয়কৃত ২৮ হাজার টাকা রাতে ক্যাশবাক্সে রেখে বাসায় চলে যান। কিন্তু চোরেরা শাটার ভেঙ্গে ভীতরে প্রবেশ করে নগদ টাকা নিয়ে যায়। এছাড়া দোকান হতে কি কি নিয়েছে তা এখনও নির্ণয় করতে পারেননি।

ভূঁইয়া শপিং মলের ব্যবসায়ীরা জানান, এর আগেও এই মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। মার্কেট জুড়ে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা প্রহরী বসানোর দাবি জানানো হয়।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটটিতে কোনো সিকিউরিটি গার্ড নেই। নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। গুরুত্বপুর্ণ এই মার্কেটের দ্বোতলায় দুটি ব্যাংক রয়েছে। গুরুত্ব বিবেচনায় মার্কেটের মালিককে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে। চুরির ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্ত করে যাতে আটক করা যায় সে ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে।

(আরএম/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test