E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নকল দুধের কারখানায় আবারও অভিযান

সেই কৃষকদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

২০২৫ আগস্ট ২০ ১৮:২০:২৯
সেই কৃষকদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতার দুধ সংগ্রহের প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বৈধকাগজ পত্র না নিয়েই ব্যবসা পরিচালনার করার অভিযোগে বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সবার অগোচরে নটাবাড়িয়া বিশিপাড়া এলাকায় বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তার বাড়ির উল্টোদিকে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সয়াবিন তেল, কেমিক্যালসহ নানা উপকরণ দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। প্রতিদিন অর্ধশতাধিক মণ ভেজাল দুধ তৈরি করে সে উপজেলার বিভিন্ন দুধসংগ্রহ কেন্দ্রে বিক্রি করতো। বিষয়টি এলাকার অনেকেই জানার পরেও প্রভাবশালী ও দলীয় পরিচয়ের কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি।

তবে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যের নিয়ে সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে আব্দুল মোমিনের সেই ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগীরা। এ সময় ক্যানভর্তি প্রায় ২০ মণ ভেজাল দুধ, সয়াবিন তেল, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এদিকে এই ঘটনার পর কোনো বাদী না পাওয়ায় মামলা নেয়নি পুলিশ।

তবে, বুধবার ভোর থেকে পুনরায় বৈধকাগজপত্র ছাড়াই দুধ সংগ্রহের প্রতিষ্ঠান (চিলিং সেন্টার) চলমান রেখেছিলেন ওই নেতা। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। সেই সাথে ওই আব্দুল মমিনকে বৈধ কাগজপত্র না নিয়ে দুধ সংগ্রহ বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্যতা নিশ্চিত করে মুসা নাসের চৌধুরী বলেন, বৈধকাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনার জন্য আব্দুল মোমিনকে জরিমানা করা হয়েছে। শিশু খাদ্যের মতো এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো অবহেলা করলে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(এসএইচ/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test