E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে

২০২৫ আগস্ট ২০ ১৯:০৪:৪৬
রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের তৃতীয় দফায় অভিযানে খাবারে অনিয়ম, ওষুধে ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং নোংরা পরিবেশসহ নানা অনিয়মের সত্যতা মিলেছে।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান চালায়।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের খাবারের মান পরিদর্শন করা হয়।

রেকর্ডপত্র পর্যালোচনা ও রোগীদের সাথে আলাপচারিতায় প্রতীয়মান হয় যে, হাসপাতালে অব্যবস্থাপনা প্রকট। রোগীর তুলনায় চিকিৎসকের সংকটও অত্যন্ত স্পষ্ট। হাসপাতালের ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন এবং ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হয় না বলেও টিম দেখতে পায়।

অভিযান শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক কর্তব্যরত রাখার বিষয়টি নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে এনফোর্সমেন্ট টিম।

অভিযানকালে খাবারে অনিয়ম, ওষুধে ঘাটতি, চিকিৎসায় অবহেলা,নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

অভিযান চলাকালে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের একটি টিমও হাসপাতাল পরিদর্শন করে। তারা দীর্ঘ সময় তত্ত্বাবধায়কের অফিসে অপেক্ষা করেও তাকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন,আমরা জেলা, সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতারা চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শনে আসি। এখানে চিকিৎসায় অবহেলা, নোংরা পরিবেশ, দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম পাই। বিষয়টি তত্ত্বাবধায়ককে অবগত করতে ও সেবার মান উন্নয়নে আলোচনা করতে গেলেও তিনি উপস্থিত ছিলেন না।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test