E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে সরকারী খাল অবমুক্তির দাবিতে মানববন্ধন 

২০২৫ আগস্ট ২০ ১৯:০৯:২৭
বাগেরহাটে সরকারী খাল অবমুক্তির দাবিতে মানববন্ধন 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দীর্ঘদিন দখল হয়ে থাকা সকল সরকারী খাল অবমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার দশানী ট্রাফিক মোড়ে কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এক্টিভিস্টা বাগেরহাটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে কৃষকদল নেতা আসাফুদৌলা জুয়েল, জামায়াত নেতা মন্জুরুল হক রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেল, এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য এসএম ইমরান, অর্নব মিস্ত্রি, বেল্লাল মল্লিক, শেখ আল আমিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় তিন শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সরকারী খাল দখল হয়ে আছে। এর ফলে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরে শত শত কোটি টাকার ক্ষতি সয়তে হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষকে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো অবৈধভাবে দখল করে রাখলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারী খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান বক্তারা।

(এস/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test