E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর সাহিত্য পরিষদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০২৫ আগস্ট ২০ ১৯:৩৮:৫০
ফরিদপুর সাহিত্য পরিষদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সাহিত্য পরিষদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনেট কবি সুফি মোতাহার হোসেনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মা নুরুনহার মাসুদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ. সামাদ, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ও মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “সাহিত্য মানেই আলো। একজন সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে সমাজের সুন্দর ও ইতিবাচক দিকগুলো পাঠকদের সামনে উপস্থাপন করেন।” তারা ফরিদপুর সাহিত্য পরিষদের অতীত কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠে ১৫-২০টি কবিতা আবৃত্তি করা হয়। শেষ পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

(ডিসি/এসপি/আগস্ট ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test