E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

২০২৫ আগস্ট ২১ ১৬:০১:৫৬
নড়াইলে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর ১২ টায় লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা-মশাঘুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁনের সার্বিক সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইফফাত আরা'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জগন্নাথ কুমার দাসের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মো: শরিফুজ্জামান, সহকারী শিক্ষক সিকিয়া পারভীন, মোসা.খাদিজা পারভীন, মোসা.সাবিনা ইয়াসমিন, শামীমা নাসরিন ইভা।

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন শিশুদের উদ্দেশ্যে বলেন,' শিশুদের লেখাপড়ার প্রতি আরও বেশী উৎসাহ এবং মনোযোগ বৃদ্ধির জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।
এধরণের কাজে শিক্ষা অনুরাগীদের এগিয়ে আসা উচিত।

পরে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিশু শিক্ষার্থী লামিয়া খানম, ২য় শ্রেণীর আছিয়া খানম ও অধরা আফরিন ইমা বলেন, 'ছবি আঁকার জন্য খাতা, কলম, রঙ্গিন পেন্সিল, রাবার, কার্টারসহ অন্যান্য উপকরণ পেয়ে ভালো লাগছে। আমরা খুব খুশি।

(আরএম/এএস/আগস্ট ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test