E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

২০২৫ আগস্ট ২১ ১৭:৩০:১৮
তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে তিন বছরের ছেলে শামীমকে দেখতে গিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী সেলিনা আক্তার পিংকি (২৫) কুপিয়ে হত্যার পর বদর উদ্দিন বদু (৩৫) বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে। পরে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চলের সৃষ্টি করেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নবগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা ট্রাক চালক বদর উদ্দিন বদু স্ত্রী নিয়ে সাত বছর আগে ধামরাইয়ে কালামপুর গ্রামের আনছার আলীর বাড়িতে ভাড়া থেকে ট্রাক চালিয়ে উপার্জন করে সংসার চালিয়ে আসছিলেন।

কিছুদিন থাকার পরই বাড়ির মালিক আনছার আলীর মেয়ে সেলিনা আক্তার পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর পিংকির সংসারে তার ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে ছেলে শামীমের বয়স তিন বছর। এরই মধ্যে বদু প্রায়ই নেশা করে বাসায় ফিরতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং এই কারণেই গত চার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বদু কালামপুর বাজারের পাশেই বাসা ভাড়া থাকতো। আর মাঝে মধ্যেই ছেলে শামীমকে দেখার জন্য পিংকির বাড়িতে আসা-যাওয়া ছিল বদুর। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বদু ছেলেকে দেখার জন্য কয়েকটি চিপস, চানাচুর ও জুস নিয়ে পিংকির বাড়িতে যায়।

এসময় পিংকির মা পোশাককর্মী রোমানা বেগম কর্মস্থলে ও তার বাবা আনছার আলী বাড়িতে না থাকার সুযোগে বাসার দরজা লাগিয়ে পিংকিকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় পিংকির নাড়ি-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং বদু বিষপান করে ঘাটের মধ্যেই অচেতন হয়ে পড়ে। এসময় তার তিন বছরের ছেলে শামীম কক্ষের ভেতরেই কান্না করতে থাকলে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ বদর উদ্দিন বদুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত সেলিনা আক্তার পিংকির মা রোমানা বেগম জানান, বদু আমাদের বাসায় ভাড়া থেকে আমাদের অমতে প্রেমের সম্পর্ক করে পিংকিকে বিয়ে করেছিল। বদু নেশা করে বাসায় ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ কারণেই গত চার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। আমাদের অনুপস্থিতিতে ছেলেকে দেখার জন্য মাঝে মধ্যেই বদু আমাদের বাড়িতে আসতো। বুধবারও আমাদের অনুপস্থিতিতে বাড়িতে এসে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। এখন এই তিন বছরের নাতি শামীমের কি হবে?

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিন বদু বিষপান করে আত্মহত্যা করেছে। দুটি লাশই ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

(ডিসিপি/এসপি/আগস্ট ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test