E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪ ঘণ্টা বিচ্ছিন্ন ছিলো মোংলা বন্দর

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

২০২৫ আগস্ট ২১ ১৮:০৫:২২
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদ আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি।

জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি থেকে নোয়াপাড়া মোড় পর্যন্ত সড়ক অবরোধ করায় মোংলা-খুলনা, মোংলা-ঢাকা ও কুলনা-বরিশাল সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ কাটাখালি ও নোয়াপাড়া মোড় অবরোধ করলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা ৪ঘন্টার ধরে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময়ে বন্ধ হয়ে যায় মোংলা বন্দরের আমদানি রপ্তানী পন্যসহ সব ধরনের পন্য ও যাত্রী পরিবহনের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ শেখ কামরুল ইসলাম গোরা, জেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহম্মত ইউনুস।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন রয়েছে। গত ৩০ জুলাই দুপুরে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলায় চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব মেনে নেয়া হবে না। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে আগামী (২৪ আগস্ট) রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা-খুলানা, মোংলা-ঢাকা, খুলানা-বাগেরহাট-বলিশাল মহাসড়ক ও সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কাটাখালি, নওয়াপাড়া, ফকিরহাট, মোল্লাহাট সেতু, সাইনবোর্ড মোড়, বাগেরহাট জেলা প্রশাসক অফিসের সামনে সড়ক অবরোধ কর্মসূচি ও ঢাকায় নির্বাচন কশিশনের সচিবালয়ের সামনে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানীতে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহার রাখা না হলে ২৬ আগস্ট থেকে লাগাতর কর্মসূচি দিয়ে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার ঘোণনা দেন বক্তারা।

(এস/এসপি/আগস্ট ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test