E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি নেতার বাসা থেকে গুলিসহ পাইপ গান উদ্ধার 

২০২৫ আগস্ট ২২ ১৫:৩১:২৬
বিএনপি নেতার বাসা থেকে গুলিসহ পাইপ গান উদ্ধার 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিএনপি নেতার বাসার বাথরুম থেকে এক রাউন্ড গুলিসহ দেশীয় পাইপগান উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ডা. কেএম বাবরের ভাড়া বাসার বাথরুম থেকে দেশীয় পাইপগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী । ডা. কেএম বাবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার ডা. কেএম বাবরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর একটি টিম। এ সময় ওই বাসার বাথরুমের লোডাউনের (ফ্লাশার) মধ্য থেকে পলিব্যাগে পেঁচানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা । পরে উদ্ধারকৃত গুলি ও পাইপগান গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় ।

এ বিষয়ে বিএনপি নেতা কে এম বাবর বলেন, “আমি ও আমার স্ত্রী দুজনেই চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে আমি ঢাকায় যাই। মা ১৫ দিন আগে গ্রামের বাড়িতে যান, অভিযানের সময় বাসায় আমার স্ত্রী, দুই সন্তান ও গৃহকর্মী ছিল। রাত দুইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাসায় গিয়ে পরিচয় দেওয়ার পর আমার স্ত্রী গেট খুলে দেয়। তারা বাসায় প্রবেশের কয়েক মিনিটের মধ্যে আমার মায়ের কক্ষের বাথরুমে গিয়ে ফ্লাশারের ভেতর থেকে একটি পলিথিনে মোড়ানো ব্যাগ বের করে। ব্যাগ খুলে দেখা যায় এর মধ্যে লেড মেশিনে তৈরি দেশীয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি রয়েছে। অথচ আমার বাসায় একটা চাকুও থাকে না। আমাকে ফাঁসাতে প্রতিপক্ষ এই কাজ করেছে।

প্রতিপক্ষ কারা ফাঁসাতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন অথবা আমার দলীয় সংগঠনের লোকজনও হতে পারে। তবে আমার সুনির্দিষ্ট কোন ধারণা নাই। আমি সেনাবাহিনীর সদস্যদের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। যারা এ তথ্য দিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে হবে ।”

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গতরাতে কে এম বাবরের বাসার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে এটা করতে পারে ,বা অন্য কোন কিছু হতে পারে, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে । যেহেতু তদন্ত চলছে তাই আপাতত আমরা দায়ের করা হচ্ছে না। তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এএস/আগস্ট ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test