E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতন, মামলা করে বিপাকে বাদী পক্ষ

২০২৫ আগস্ট ২৪ ২১:০৬:০৮
সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতন, মামলা করে বিপাকে বাদী পক্ষ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে অমর্যাদা করায় ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করায় আসামীরা বাদী ও সাক্ষীদের হুমকি ধামকি  অব্যহত রেখেছে। 

গত ১৪ আগস্টে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া (মাধবকাটি) গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।

ছয়ঘরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. শাহীন হোসেন জানান, তার মেয়ে তাসমিন জাহান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। প্রতিবেশী রেজাউল ইসলামের ছেলে আল আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাসমিন জাহানের। এক পর্যায়ে পরিবারের অমতে তাসমিন জাহান আড়াই মাস আগে ৫ লাখ টাকা কাবিনে ঐ ছেলের সাথে বিয়ে করে। বিয়ের পরে তাসমিন জাহানকে শ্বশুর বাড়িতে বিভিন্ন ভাবে অপমান অপদস্ত করা হয় ও কয়েকবার মারধর করা হয় ।

এক পর্যায়ে গত ১৩ই আগস্ট চাচার সাথে তাসমিন জাহান বাপের বাড়িতে চলে আসে। এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড আনতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো হয়।

রেজাউল ইসলাম জানান যে, এডমিট কার্ড থানায় দিবে কিন্তু তাকে দিবে না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে গালিগালাজ করার ঘটনা ঘটে।

১৪ই আগস্ট বিকেল ৫ টার দিকে মো. শাহীন হোসেন ও তার ভাই জুয়েল সাতক্ষীরা থেকে বাড়ি আসার পথে পুকুর পাড়ে আসা মাত্রই, রেজাউল ইসলামের ভাড়াটিয়া ৩০-৩৫ জন (শহরের মোজাহার পাম্প এলাকার) তাদের ওপর হামলা করে। হামলায় শাহীন ও জুয়েল মারাত্মক ভাবে জখম হয়। তাদের সাতক্ষীরা সদর হাসপালে ভর্তি করা হয়।

এরপর হামলাকারীরা শাহীনের বাড়িতে ইটপাটকেল ছুঁড়তে থাকলে গ্রামবাসী তাদেরকে ধাওয়া করে। হামলাকারীরা বেগতিক বুঝে রেজাউল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে বেশ কয়েকজন বিল দিয়ে পালিয়ে যায়।
রেজাউলের বাড়ি থেকে পুলিশ তরিকুল, ঈমন ও আরিফুলকে আটক করে থাায় নিয়ে যায়।পরে পুলিশ আটককৃত ৩ জনকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

বিষয়টি মীমাংসার জন্য জেলা বিএনপির দুই জন প্রভাবশালী নেতা মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু যথাসময়ে ঘটনাস্থলে এসে মীমাংসা করতে আপত্তি জানানোয় শাহীনের বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে, রেজাউল ইসলাম, তার ছেলে আলামিন , রেজাউলের ভাই সবুজসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতামা আরও ২৫ জনের বিরুদ্ধে গত ২০ই আগস্ট থানায় একটি মামলা দায়ের করে।

এদিকে মামলার খবর পেয়ে রেজাউল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়। তারা শাহীন ও জুয়েলসহ তাদের স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি শহরে দেখা মাত্র তাদেরকে খুন-জখম করার হুমকি দেয় এবং বিভিন্ন মাধ্যমে হুমকি অব্যাহত রাখে।

এদিকে জেলা বিএনপির প্রভাবশালী নেতাদের মাধ্যমে মীমাংসা করাতে না পেরে রেজাউল ইসলাম তার শ্যালক কলারোয়ার তুলসীডাঙা গ্রামের সাজেদুর রহমানকে বাদী করিয়ে শাহীন ও জুয়েলসহ ১২ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানার একটি মিথ্যা মামলা দায়ের করে।

তবে মিথ্যা মামলার পরও নতুন করে হামলার আশঙ্কায় তাসমিন জাহানসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

(আরকে/এএস/আগস্ট ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test