E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আটক বাংলাদেশী পুলিশ কর্মকর্তা 

২০২৫ আগস্ট ২৫ ১৫:৩৬:২৫
পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আটক বাংলাদেশী পুলিশ কর্মকর্তা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসফের হাতে আটক বাংলাদেশের সহকারী পুলিশ সুপার আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২ এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খাঁন জানান,মোহাম্মদ আরিফুজ্জান গত বছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২ এ বদলী করা হয়।

সেখানে তিনি গেল বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়া ও অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান,রংপুরের তাজহাট ও কোতয়ালী থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পার হয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির নিকটে গেলে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি বসিরহাট মহকুমার স্বরুপনগর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে কাকডাঙ্গা বিজিবি’র সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

(আরকে/এএস/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test