E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আগামী দিনে তৃণমূলের ভোটে বিএনপি জয়লাভ করবে’

২০২৫ আগস্ট ২৬ ১৩:৩৫:৪৬
‘আগামী দিনে তৃণমূলের ভোটে বিএনপি জয়লাভ করবে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : তালার তেতুলিয়া ইউনিয়ন বিএনপির  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেলে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সরদার আবুল হোসেনকে সভাপতি ও মো: ময়েজউদ্দীনকে সাধারণ সম্পাদক করে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের স্ত্রী সেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তৃণমূলই বিএনপির শক্তি। বড় বড় আন্দোলন-সংগ্রামে তৃণমূলের শক্তিই বিএনপিকে সফলতার দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। এছাড়া অতীতে সাধারণ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তৃণমূলের ভোট নিয়ে তালা-কলারোয়া আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে জয়লাভ করবে।

(আরকে/এএস/আগস্ট ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test