E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে বাড়িসহ জমি ক্রয় করে হয়রানি, রেহায় পেতে সংবাদ সম্মেলন

২০২৫ আগস্ট ২৭ ১৮:০৫:২৫
ঝিনাইদহে বাড়িসহ জমি ক্রয় করে হয়রানি, রেহায় পেতে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহে বাড়িসহ জমি বিক্রয় করে দখলে না দিয়ে বিক্রেতা বিভিন্ন অপবাদ, চাঁদাবাজিসহ ৬টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ক্রেতা আব্দুল ওহাব। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ক্লিনিক মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব অভিযোগ করেন, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা শহরের ফয়লা গ্রামের লতিফুল আলম সহিদুলের নিকট থেকে ১৪ লাখ টাকা দিয়ে ৫ শতক জমি ক্রয় করেন। এরপর জমি দখলে নিতে চাইলে সহিদুল কাল ক্ষেপন করে। পরবর্তীতে অতিরিক্ত আরো ৭ লাখ টাকা দাবি করে তিনি। টাকা দিতে অপারগতা স্বীকার করলে বিভিন্ন হয়রানি মুলক মামলা দিয়ে আব্দুল ওহাবকে হয়রানি করছে। জমি দখলে নিতে আদালতে উচ্ছেদ মামলা করলে এখনও সুরাহা হয়নি। তাই তিনি প্রতারনার বিচার চেয়ে ও জমি দখলে নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে।

(এসএস/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test