E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের মান নিয়ন্ত্রণে ফরিদপুরে মতবিনিময় সভা 

২০২৫ আগস্ট ২৭ ১৯:০৬:১৬
প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের মান নিয়ন্ত্রণে ফরিদপুরে মতবিনিময় সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : জেলা প্রশাসন ফরিদপুর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের মান নিয়ন্ত্রণ এবং বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণে উৎপাদকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব মিন্টু বিশ্বাস। সভাপতিত্ব করেন বিএসটিআই ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো: কামাল হোসেন।

সভায় ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিএসটিআই ফরিদপুরের কর্মকর্তাবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা নিরাপদ পানীয়জল সরবরাহে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, বিএসটিআই সনদ গ্রহণ এবং মানসম্মত উৎপাদন পদ্ধতি অনুসরণে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মিন্টু বিশ্বাস বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির বিকল্প নেই। মান নিয়ন্ত্রিত উৎপাদন ও বাজারজাতের জন্য সকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় থেকে কাজ করতে হবে। প্রশাসন ও বিএসটিআই এ বিষয়ে কঠোর নজরদারিতে রয়েছে।”

সভা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মাঝে বিএসটিআই সনদপ্রাপ্তি ও মানসম্পন্ন উৎপাদনের পদ্ধতি সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test