E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ২৭ ১৯:১৫:৫৬
ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর থানা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন:
অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম,আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক ফকির, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন মন্ডল, ডিগ্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান মিন্টু ফকির

সভায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, অবৈধভাবে মাটি কাটা, চাঁদাবাজি প্রভৃতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test