E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদী পৌর সড়কের বেহাল দশা

২০২৫ আগস্ট ২৭ ১৯:৫১:৩৪
গৌরনদী পৌর সড়কের বেহাল দশা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অপরিকল্পিতভাবে সড়ক নির্মানের ফলে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সড়কের ওপর বছরের প্রায় বারো মাসই জমে থাকে পানি। প্রথম দেখায় যেকারো মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে রয়েছে। কিন্তু বাস্তবে প্রায় বারো মাসই সড়কটিতে পানি জমে থাকে।

এতে করে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। তেমনি যানবাহন চলাচলের সময় পানি ছিটকে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ পথচারীদের পরিধিয় পোষাক ভিজে একাকার হয়ে যাচ্ছে। সড়কটির অবস্থান বরিশালের প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নীলখোলা থেকে টরকী বন্দর আবাসিক এলাকার।

সরেজমিনে দেখা গেছে, সড়কের আশপাশে রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি মসজিদ, তিনটি মন্দির, একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি কমিউনিটি সেন্টার। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানসহ ছোট-বড় প্রায় শতাধিক বাড়ি রয়েছে। ওই সড়কটি ব্যবহার করে প্রতিদিন টরকী বন্দরে যাতায়াত করছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন থেকে তাদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। ওই সড়কের সামনে অবস্থিত ডেনমার্ক প্রবাসী ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপনের বসত বাড়ির পাশ দিয়ে পানি নিস্কাশনের জন্য থাকা ড্রেনের উত্তর পাশের মুখ আটকে দিয়েছে স্থানীয় বসবাসরতরা। পানি নিস্কাশনের ড্রেনের পাশাপাশি চলাচলের রাস্তায়ও দেয়াল নির্মান করে বন্ধ করে দেওয়া হয়েছে। যেকারণে ওই ড্রেন দিয়ে পানি নিস্কাশনে যেমন বাঁধাগ্রস্থ হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি নিজেদের জমি দাবি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পরেছে অপর বাসিন্দারা। অপরদিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের হেলিপ্যাড থেকে গেরাকুল, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ লালপুল থেকে হাপানিয়া সড়কে পিচ-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। এছাড়াও টরকী বন্দরের ছাগলহাট থেকে বড় ব্রিজ পর্যন্ত রাস্তা বেহাল দশায় রয়েছে।

পৌর এলাকার ১নং ওয়ার্ডের একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, বিগত পতিত সরকারের সময় বিনাভোটে টানা তিনবারের গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ তার ইচ্ছেমতো অপরিকল্পিতভাবে সড়ক নির্মান, পূর্বের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেয়াসহ চলাচলের পথে দেয়াল নির্মানের নির্দেশের কারণেই জলাবদ্ধতার স্বীকার হচ্ছে পৌরসভার এক নম্বর ওয়ার্ডবাসী।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, ইতোমধ্যে পৌরসভার প্রকৌশলীকে সড়কগুলো পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test