E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

২০২৫ আগস্ট ২৭ ১৯:৫৩:৪২
বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীর কালিবাড়ি রোডের বেসরকারি ফেয়ার হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় হাফসা আক্তার রুপা (২৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবী রোগী ও তাদের স্বজনদের খামখেয়ালির কারণে মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে মৃত রোগীর মা নগরীর নতুন বাজার গুপ্ত কর্নার এলাকার বাসিন্দা নাসিমা বেগম অভিযোগ করে বলেন, পেটে ব্যাথা নিয়ে গত ১৫ মে ফেয়ার হেলথ ক্লিনিকে ডাক্তার দেখাতে যায় তার মেয়ে হাফসা আক্তার রুপা। সেখানে এক হাজার টাকা ভিজিট দিয়ে গাইনি চিকিৎসক ডা. হাসিনা মর্তুজাকে দেখানো হয়। পরে ওই চিকিৎসক রুপার পেটে ওভারিয়ান টিউমার রয়েছে জানিয়ে অপারেশনের পরামর্শ দেয়। তার কথা অনুযায়ী ২৫ হাজার টাকা জমা দিয়ে একই মাসের ২২ মে অপারেশন করানো হয়।

তিনি আরও জানান, অপারেশনের পাঁচদিন পর রুপাকে বাসায় নিয়ে যাওয়ার পর কোনো কিছুই খেতে পারতো না রুপা। বিষয়টি চিকিৎসক হাসিনা মর্তুজাকে জানানোর পর তিনি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। এক পর্যায়ে রুপাকে মোট ১৮ বার ওই ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করে ওই চিকিৎসক। বিনিময়ে প্রতিবার এক হাজার টাকা করে ১৮ বারে ১৮ হাজার টাকা ভিজিট নেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কয়েক হাজার টাকার টেস্ট করানো হয়। প্রতিটি টেস্ট ওই ক্লিনিকে করাতে বাধ্য করা হয়।

নাসিমা বেগম অভিযোগ করে বলেন, এভাবে বেশ কিছুদিন চিকিৎসা শেষে চিকিৎসক হাসিনা মর্তুজা গত জুলাই মাসে রুপাকে পেটের নারীতে পেচ পড়েছে জানিয়ে ওই ক্লিনিকের মালিক সার্জারি চিকিৎসক জহিরুল হক মানিকের কাছে রেফার করেন। তখন চিকিৎসক মানিক আবার ক্লিনিকে ভর্তি হয়ে রুপাকে অপারেশন করার কথা জানান। এজন্য রুপার মা-বাবার কাছে ওই চিকিৎসক অপারেশনের জন্য নতুন করে ৬৫ হাজার টাকা ও আগের অপারেশনে কোনো ত্রুটি থাকলে তা নিরাময়ের জন্য আরও ১০ হাজার টাকাসহ ক্লিনিকের খরচ বাবদ মোট এক লাখ টাকা দাবি করেন। এছাড়াও তার মালিকানাধীন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করালে ৪৫ হাজার টাকা লাগবে বলেও জানান।

রুপার মা আরও জানান, সবশেষ চলতি মাসের ১০ আগস্ট দিবাগত রাতে রুপা পেট ফুলে অসুস্থ হয়ে পরে। এসময় তাকে ফেয়ার হেলথ ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ওখানে ঢুকতে না দিয়ে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেসময় হাসপাতালে যাওয়ার পথে রাত ১০ টায় রুপা মৃত্যুবরণ করেন। চোখের সামনে মেয়ে রুপার মৃত্যুর পর থেকে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা। তারা ফেয়ার হেলথ ক্লিনিক কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে মেয়েকে হারিয়েছেন জানিয়ে দায়ীদের শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে ফেয়ার হেলথ ক্লিনিকের গাইনি চিকিৎসক হাসিনা মর্তুজা বলেন, দুই মাস আগে অপারেশন হয়েছে। পরে তাকে সার্জারি চিকিৎসক জহিরুল হক মানিকের কাছে হস্তান্তর করা হয়। ফেয়ার হেলথ ক্লিনিকের মালিক সার্জারি চিকিৎসক জহিরুল হক মানিক বলেন, রোগীর স্বজনরা এখন নিজেদের দোষ ক্লিনিকের ওপর চাপিয়ে দিচ্ছে। তাদের গরীব দেখে অনেক কম খরচে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত কোনো টাকা চাওয়া কিংবা নেওয়া হয়নি। হাসিনা মর্তুজা কোনো ভুল চিকিৎসা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন বলে জানান।

(টিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test