E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন

২০২৫ আগস্ট ২৮ ১৮:৪৩:০১
ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ফরিদপুর জেলার জন্য অনুমোদিত প্রকল্পের বরাদ্দকৃত অর্থ দ্রুত পাওয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি হরে কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গুরুপদ বিশ্বাস, পলাশ বিশ্বাস, অজয় অরূপ বিশ্বাস, বিপ্লব কুমার মালো, রাজকুমার সরকার ও সোমা বিশ্বাস।

এছাড়া সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ. সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন এবং সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নানা সুযোগ-সুবিধা পেলেও বর্তমান সময়ে তারা কোনো রকম সুবিধা পাচ্ছেন না। বরাদ্দকৃত অনুদানও এখনো তাদের হাতে পৌঁছায়নি।তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগ মানুষই মাছ চাষের ওপর নির্ভরশীল। কিন্তু জলাশয় শুকিয়ে যাওয়া ও পুকুরে মাছ না থাকায় তারা এখন চরম সংকটে পড়েছেন। সরকারি বরাদ্দ না পেলে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।

বক্তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত বরাদ্দের অর্থ হস্তান্তরের দাবি জানান।

(ডিসি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test