E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় ধানের পোকা নিধনে ‘পার্চিং উৎসব’

২০২৫ আগস্ট ২৮ ১৯:০২:১৯
কাপাসিয়ায় ধানের পোকা নিধনে ‘পার্চিং উৎসব’

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় রোপিত আমন ধানের জমিতে শতভাগ পাচিং নিশ্চিতকরণে ও বিষ প্রয়োগ ছাড়া প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন পদ্ধতি কৃষকদের শেখাতে পার্চিং উৎসব পালন করেছে কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী ব্লকের টোকনগর গ্রামের শতাধিক কৃষক ও মাঠ সংযুক্তিতে ছাত্র ছাত্রীর উপস্থিতিতে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুরাইয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো আয়নাল হক, কৃষি উপসহকারী কর্মকর্তা আবুল কালাম, হাজী মিজান, সোলায়মান, আতাউর রহমান, শামসুদ্দিন সহ স্থানীয় কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি জানান, পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন করা যায়।

জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে। এই পাখিগুলো জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। এতে করে ফসলের উৎপাদন খরচ কমে আর্থিকভাবেও লাভবান হয় কৃষক। আর বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দূষিত হয় না। এরপর উপজেলার ৩৩টি ব্লকে পাচিং উৎসব পালন করা হয়েছে। একযোগে পাচিং উৎসব পালনের মধ্য দিয়ে উপজেলায় শতভাগ পাচিং পূর্ণ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন আবাদ সম্পন্ন হয়েছে।

(এসকেডি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test