E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালীগঞ্জের জামাল ইউনিয়নে ফের সংঘর্ষ, ভ্যানচালক গুরুতর আহত 

২০২৫ আগস্ট ২৮ ১৯:০৮:১৬
কালীগঞ্জের জামাল ইউনিয়নে ফের সংঘর্ষ, ভ্যানচালক গুরুতর আহত 

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে জোড়া মার্ডারের পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুহুল আমিন মণ্ডল (৬৫) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, এই নৃশংস হামলার কারণ ছিল ১ লাখ টাকা চাঁদা না দেওয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উল্লোর বাজার এলাকায় প্রতিপক্ষের কয়েকজন যুবক রুহুল আমিন মণ্ডলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আকবর বিশ্বাসের ছেলে রাজু, আন্সার যোয়াদ্দারের ছেলে নান্নু, কওসার যোয়াদ্দারের ছেলে নান্টুসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে আঘাত করলে রুহুল আমিনের দুই হাত ও দুই পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এক্সরে পরীক্ষার মাধ্যমে কর্তব্যরত চিকিৎসক হাত ও পা ভাঙ্গার ব্যাপারটি নিশ্চিত করেন। গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

(এসএস/এসপি/আগস্ট ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test