E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোর জেনারেল হাসপাতালের ভেতর মাদকসহ যুবক আটক

২০২৫ আগস্ট ২৮ ১৯:২২:৫৮
যশোর জেনারেল হাসপাতালের ভেতর মাদকসহ যুবক আটক

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতরের মোটরসাইকেল গ্যারেজ থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার সহিউদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার ইমান আলীর বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতাল সূত্র জানায়, গভীর রাতে হাসপাতালের মোটরসাইকেল গ্যারেজে শাহিনুরকে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পান কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। এসময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ পুরিয়া গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি এবং কলকসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে শাহিনুরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

(এসএ/এসপি/আগস্ট ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test