E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে ফুটবলের জাগরণ ঘটবে’

২০২৫ আগস্ট ৩০ ১৩:২২:৪৯
‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে ফুটবলের জাগরণ ঘটবে’

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিভাগে জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে ফুটবলের পুনঃজগরণ ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে চারটি দল অংশগ্রহণ করবে যেখানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়েরা নেতৃত্ব দিবে।

শুধু তাই নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল একটি দলের নেতৃত্ব দিবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে ফুটবলকে জনপ্রিয় করার কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, এক সময় ফুটবল খেলা দেখতে মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসতো। মাঠ কিংবা স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ । কিন্তু স্বৈরাচারী সরকার খেলাধুলাকে রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে। ফলে গত ১৭ বছরে ভালোমানের ফুটবলার উঠে আসেনি। বিএনপি চায় দলীয়করণ নয় তৃণমূল থেকে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় গড়ে উঠুক। তাই তরুণ ও যুবদের সম্পৃক্ত করে জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি হ্যাপি চৌধুরী, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক কাজী মহিউদ্দিন বুলবুল, ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া চেয়ারম্যান, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বান্দরবান বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, নোয়াখালী বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহীন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মশিউল আলম স্বপন, বিপ্লব পার্থ, সাইফুল ইসলাম ভুট্টাে, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, ইকবাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসীম, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল ইসলাম তকি ও সদস্য সচিব সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test