E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ৫

২০২৫ আগস্ট ৩০ ১৫:০২:১২
কানাইপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ৫

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। ট্রাকচালক সহ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর -মাগুরা মহাসড়কে কানাইপুর বাজার সংলগ্ন ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুরের করিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনাস্থল থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দৈনিক বাংলা ৭১কে জানান, 'দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আধা ঘন্টার মধ্যে ফরিদপুর-মাগুরা মহাসড়কের দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।'

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ দূর্ঘটনায় কেউ মারা যাইনি। হাসপাতাল ও পুলিশ সূত্রে পাওয়া তথ্য মতে আহতরা হলেন- ১. নজরুল ইসলাম (৩৫), পিতা, আব্বাস উদ্দিন, গ্রাম গোবিন্দপুর, ফরিদপুর সদর, ফরিদপুর, ২. খলিলুর রহমান (২৫), পিতা: ওসমান মিয়া, গ্রাম- সরদার পাড়া, ফরিদপুর সদর, ফরিদপুর, ৩. হাসানুর রহমাম (৩০), পিতা লিয়াকত হোসেন, থানা শৈলকুপা, জেলা ঝিনাইদহ, ৪. মারজিয়া আক্তার (১৫), পিতা তমির মোল্লা, পাঁচ কমলাপুর, জেলা চুয়াডাঙ্গা এবং ৫. মাহিমা আক্তার (৩৫), স্বামী মো. ফয়জুল্লাহ, গ্রাম বাজিতপুর, উপজেলা বোয়ালমারি, জেলা ফরিদপুর।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মো. শফিকুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ থেকে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আহত ৫ জনের মধ্যে ট্রাকচালকের পা ভেঙ্গে যাওয়ার তাঁর অবস্থা গুরুতর।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি একই স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ চললি মাসের ১৪ তারিখে (১৪ আগস্ট ২০২৫) ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর ব্রীজের ওপর প্রায় একই স্থানে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হন। এর আগেও একই স্থানে আরও একাধিক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটলেও, সংশ্লিষ্টরা এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছেন বলে চোখে পড়েনি। এমনকি স্থানটিকে দুর্ঘটনা কবলিত স্থান হিসেবেও চিহৃিত করা হয়নি।

(আরআর/এএস/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test