E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

২০২৫ আগস্ট ৩০ ১৮:৩৬:৪২
দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বৃষ্টি উপক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। 

গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর আওয়ামী, জাপা ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় অঝোর বৃষ্টি শুরু হলেও তা উপক্ষা করে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

বেলা সাড়ে ১২ টায় বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি দিনাজপুর কোতয়ালী থানার অভিমুখে যাত্রা করলে আইন-শৃঙ্খলা বাঁধা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলটি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে রাখে।

বিক্ষোভকারিরা দ্রুততম সময়ের মধ্যে নূরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। না করা হলে পরবর্তীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন আন্দোলনকারীরা।

(এসএস/এসপি/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test