E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় সফিউল্লাহ মিঠুর গণসংযোগ

২০২৫ আগস্ট ৩০ ১৯:২২:১৮
কাপাসিয়ায় সফিউল্লাহ মিঠুর গণসংযোগ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ (কাপাসিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর (অব) সফিউল্লাহ মিঠু ইতিমধ্যে এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণ সংযোগ করেছেন। 

তিনি আজ শনিবার সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলার কোঠামনি বাজার মসজিদ, রায়েদ , বীরউজলী বাজার, দরগা বাজার ও টোক ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করেন। তিনি বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কথা বলেন এবং এলাকার সাধারণ মানুষের খোজ খবর নেন।
তিনি প্রায় প্রতিদিনের মত আজ ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের সাধারন মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে এসব সমাধানের চেষ্টা করছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন। এসময় তার সাথে বিএনপির প্রবীন দেলীয় নেতাকর্মী, এলাকার মুরুব্বি ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test