E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট

২০২৫ আগস্ট ৩০ ১৯:৩২:৪৫
জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট

রাজন্য রুহানি, জামালপুর : উদ্বোধনের মধ্য দিয়ে জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। আজ শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জামালপুর সদর উপজেলা একাদশ বনাম মেলান্দহ উপজেলা একাদশ।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

প্রধান অতিথি বলেন, সুস্থ জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দূরে থাকার ইতিবাচক মাধ্যমও খেলাধুলা। জামালপুরবাসীর ফুটবল খেলার প্রতি আগ্রহ ও ভালোবাসা অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হোক, এ কামনা করি।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। আজকের খেলায় মেলান্দহ ৩ এবং জামালপুর সদর ২ গোল করেছে।

খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন শেরপুর জেলার রেফারি মো. সফিপউল্লাহ। সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন শিপন রহমান ও রাশেদ আহাম্মেদ।

(আরআর/এসপি/আগস্ট ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test