তিন মাসের নিষেধাজ্ঞা শেষে দুয়ার খুলছে সুন্দরবনের
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মৎস্য সম্পদ ও বাঘ হরিণসহ বন্যপ্রাণীর প্রজনন মৌসুমের তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (১ সেপ্টেম্বর) থেকে প্রতিবেশ পর্যটক (ইকো-ট্যুরিষ্ট) ও জেলে-বনজীবীদের জল্য খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুয়ার। তিন মাস ধরে ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য প্রাকৃতিক ভাবে প্রাণ ফিলে পেলেও আজ থেকে আবারও কোলাহলমুখর হয়ে উঠবে। সুন্দবনের নদনদী-খালে দেখা মিলবে জেলেদের মৎস্য ও কাঁকড়া আহরণের সেই চিরচেনা দৃশ্য।
রাত-দিন ৬ বার তার রূপ বদলানো এই সুন্দরবনের প্রাণপ্রকৃতি উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে করমজল, হারবাড়ীয়া, ত্রিকোন আইল্যান্ড, শরণখোলা, কটকা, কচিখালী, জামতলা সীবিচ, টাইগার পয়েন্ট, সুপতি, হিরণ পয়েন্ট, বঙ্গবন্ধু আইল্যান্ড, দুবলারচর, আলোরকোল, আলীবান্দা, কলাগাছিয়াসহ সব পর্যটন স্থানগুলোতে।
বন বিভাগ জানায়, সুন্দরবনের জলজ ও বন্যপ্রাণির প্রজনন মৌসুমে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বিশ্ব ঐতিহ্য এলাকা ও বিশ্বে বৃহৎ রামসার জলাভূমির এলাকার ম্যানগ্রোভ এই বনের জল ও স্থল ভাগে সব ধরনের বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবন বিভাগের অনুমতিপত্র (পাসপারমিট) নিয়ে বনে প্রবেশ করতে পারবেন সব ধরনের বনজীবী, দেশি-বিদেশি পর্যটকরা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে পাঁচ হাজার ৮০০ জেলে, মৌয়ালসহ প্রায় ১০ হাজার বনজীবী রয়েছে। আড়াই হাজারের অধিক নৌকা, ফিশিং বোট ও ট্যুরিষ্ট লঞ্চের লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে। এসব জলযানে করে এখন বনজীবী, পর্যটকরা পূর্ব অনুমতি নিয়ে সুন্দবনে যেতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনই সংশ্লিষ্ট স্টেশন থেকে পাস নিয়ে বনে মাছ ধরতে যাবেন জেলেরা। সেই লক্ষ্যে সুন্দরবন সংলগ্ন এলাকার জেলেপল্লীতে চলতে ব্যাপক তোড়জোড়। ট্যুরিস্ট বোটগুলো মেরামত শেষে নতুন রঙের প্রলেপ দিয়ে ভ্রমণ উপযোগী করে দেশি বিদেশি পর্যটকদের অপক্ষোয় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
এদিকে তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় সবচেয়ে বেশি আর্থিক সংকটে পড়েন সুন্দরবনের ওপর নির্ভশীল হতদরিদ্র জেলে ও কঁকড়া আহরণকারিরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অভাবে পড়ে অনেক জেলে-বনজীবীরা জীবিকার তাগিদে এলাকা ছেড়ে পরিবার নিয়ে প্রতি বছর ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে পাড়ি জমান। আর প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এখনো যারা এলাকায় টিকে আছেন, তারা সন্তানদের লেখাপড়া এবং সংসারের খরচ জোগান দিতে হিমশিম খান। শত দুঃখ-কষ্ট সয়েও সুন্দরবনের দিকে তাকিয়ে আশায় বুক বেধে থাকে কখন নিষেধাজ্ঞা উঠবে। বনে গিয়ে মাছ ধরে ঘাটে এনে বিক্রি করে স্ত্রী-সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দেবেন। সেই আশা নিয়ে শেষমুহুর্তে জাল-নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা।
আজ রবিবার সরেজমিন শরণখোলা উপজেলার বনসংলগ্ন জেলে অধ্যুসিত বগী, সোনাতলা, চালিতাবুািনয়া ও খুড়িয়াখালী গ্রামে গেলে সবখানেই চোখে পড়ে কর্মব্যস্ততার চিত্র। চারিদিক থেকে কানে ভেসে আসতে থাকে নৌকা মেরামতের ঠক ঠক শব্দ। কেউ নতুন নৌকা তৈরী করছেন। কেউ পুরনো নৌকায় দিচ্ছেন জোড়াতালি। আবার কেউ কেউ নৌকা ও ফিশিং বোটে পুটিং করে তাতে দিচ্ছেন আলকাতারর প্রলেপ দিচ্ছেন।
কাজের ফাঁকে ফাঁকে কথা হয় সোনাতলা গ্রামের জেলে রফিক হাওলাদারের সাথে। তিনি বলেন, সুন্দবনে তিন মাস অবরোধ ছিল। বাচ্চাকাচ্ছা নিয়া খুব অভাবে ছিলাম। এতা দিন বনের নদী খালে মাছ ও কাঁকড়া ধরতে না পারায় খাবার যোগাড় করতে খুব কষ্ট হইতেছে। সুন্দরবনের উপর নির্ভরশীল তিন মাস অবরোধের কারণে অনেকে অভাবে পইড়া এলাকার ছেড়ে শহরে চইলা গেছে। যদি অবরোধ একটু কমিয়ে দেয়া হয় তাইলে আমরা বাঁচতে পারতাম।
খুড়িয়াখালী গ্রামের জেলে আফজাল হোসেন বলেন, অবরোধের কারণে আমরা দীর্ঘদিন অবসরে ছিলাম। আমরা খুব কষ্ট করে দিন চালাইছি। পাস নিয়ে প্রথম দিনেই আমরা সুন্দরবনে রওনা হবো। সেই জন্য তাড়াহুড়া করো নৌকা মেরামত করছি।
শরণখোলার পর্যটন ব্যবসায়ী মো. রাসেল আহমেদ বলেন, তিন মাস বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। লঞ্চের ড্যামারেজ এবং স্টাফ খরচ সবই দিতে হয়েছে। এতে অনেক লোকসানে আছি আমরা যারা ব্যবসায়ী। এক তারিখ থেকে সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। লঞ্চ মেরামত ও রংচং করিয়ে ঘাটে নোঙর করে রেখেছি। কিন্তু এখন পর্যন্ত পর্যটকদের কোনো সাড়া পাইনি। হয়তো কিছুদিন গেলে পর্যটকরা যোগাযোগ করতে পারে। নিষেধাজ্ঞা কমিয়ে দুই মাস করা হলে পর্যটন ব্যবসায়ি ও বনজীবিরা টিকে থাকতে পারবে। তেমনি এলাকার অর্থনীতির চাকাও স্বচল হবে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে এক সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে পাসপারমিট দেয়া হবে। এজন্য সকল প্রস্তুতি শেষ করেছে সুন্দরবন বিভাগ। ইতিমধ্যেই সুন্দবন সংলগ্ন এলাকাগুলোতে জেলে, মৎস্য ব্যবসায়ী, পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।
সভায় অভয়ারণ্যের সীমানা কমিয়ে আনাসহ নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনার দাবি তোলেন পেশাজীবিসহ বনসংশ্লিষ্টরা। সুন্দরবন সুরক্ষার জন্য অভয়ারণ্যের সীমানা কমিয়ে আনা সম্ভব নয়। আর নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনার সিদ্ধন্ত নেয়ার মন্ত্রণালয়ের। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেরা সরকারি প্রণোদনা পায়ে থাকেন। আলাদাভাবে বনবিভাগও তাদের সহায়তার বিষয়টি বিবেচনায় রেখেছে।
(এস/এসপি/আগস্ট ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- নয়াদিল্লীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনের উদ্বোধন করা হয়
- ‘নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে’
- চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোলে জিতলো আফঈদাদের দল
- আধ-ঘণ্টা পিছিয়ে এশিয়া কাপের ম্যাচ, বদলে গেল সূচি
- বন্ধ বাকৃবি, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ
- সালথায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
- আবদুল খালেক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
- থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সোমবারের সব পরীক্ষা স্থগিত
- ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা
- ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়’
- কাপ্তাই উপজেলা তাঁতীদলের কমিটি গঠন
- তিন মাসের নিষেধাজ্ঞা শেষে দুয়ার খুলছে সুন্দরবনের
- ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
- বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, প্রাইভেটকার জব্দ
- রোগীদের সহজে চলাফেরার জন্য ৪টি হুইল চেয়ার দেয়া হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে
- সালথায় প্রধান শিক্ষক সামসুন্নাহারকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা
- টাঙ্গাইলে প্রাথমিকে প্রধান শিক্ষকসহ ১ হাজার ২৭৭ পদ শূণ্য, পাঠদান ব্যাহত
- মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
- নগরকান্দায় বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন
- শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালক নিহত
- টুঙ্গিপাড়ায় ১২ নেতাকর্মী নিয়ে গণঅধিকারের বিক্ষোভ
- সোনাতলায় শতাধিক মানুষের চলাচলের রাস্তা বন্ধ, ইউএনও'র নিকট অভিযোগ
- নড়াইলে প্রবাসীর শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে উদ্ধার
- ডাকসু নির্বাচন : মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- আমি হব সকাল বেলার পাখি
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ
- যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহর মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা
- বন্ধ বাকৃবি, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ
- তৃতীয় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন, সাময়িক পরীক্ষা হবে না
- দুরারোগ্য রোগে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন উৎপল সরকার
- পান খেতে ব্যস্ত চালক, সড়কেই উল্টে গেল বাস
- বুধবার প্রদান করা হবে 'গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড ২০২৪'
- মুখভর্তি দাড়ি নিয়ে লোকচক্ষুর অন্তরালে রুমা বেগম
- পদ্মা নদীর ভরাট বালু বিক্রির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা
- ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি লু
- ঝালকাঠিতে ৩ মামলায় কৃষক লীগ নেতা ও সাবেক পিপি আবদুল মান্নান কারাগারে
- ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু ক্যানসারে হয় না
- লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
- মুক্তি পাচ্ছে দেশের ইংরেজি সিনেমা ‘ডট’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আড়াই শতাধিক শিল্পীর অংশগ্রহণে ‘৩৬ জুলাই’ উদযাপন
- ভুটানের বিপক্ষে দারুণ জয়ে সাফ শুরু বাংলাদেশের
- আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধির উপর যুবদল-ছাত্রদলের হামলা