E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবদুল খালেক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল 

২০২৫ আগস্ট ৩১ ২৩:০৪:৩৮
আবদুল খালেক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের উন্নয়নের রূপকার, বিশিষ্ট শিক্ষানুরাগী, খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুল খালেক চেয়ারম্যান-এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) মরহুমের নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ— আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজ, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয় ও খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনটি প্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবিকা ও রাজনীতিবিদ চৌধুরী নায়াবা ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি, অধ্যাপক আলতাব হোসেন, প্রবীণ সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, মরহুমের জ্যেষ্ঠ পুত্র গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফিরোজ হায়দার সহ অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ছ্যউপাধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন (ভিপি সেলিম), হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন মোল্লা,শাহ শফিকুর রহমান রানু, সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মরহুম খালেক চেয়ারম্যান ছিলেন একজন দূরদর্শী ও মানবিক নেতা, যিনি জীবদ্দশায় শিক্ষা, সমাজসেবা ও অবকাঠামোগত উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর গড়ে তোলা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আজ এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা তাঁর অবদান চিরস্মরণীয় করে রাখতে ও প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

(আরআর/এএস/আগস্ট ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test