E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৪:৪৫:০৫
ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত কার্যালয়ের মামলায় সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে (৪৬) কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান ছাড়াও ওই মামলার আরেক আসামি হলেন জেলার বোয়ালমারি উপজেলার উপ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন। তারা দু'জনেই বর্তমানে ঢাকায় কর্মরত।

এর আগে, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা করা হয়। ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক সরদার আবুল বাশার বাদি হয়ে মামলাটি করেন। এরপর, চরভদ্রাসন খাদ্য গুদাম থেকে ধান, চাল, গম, খালি চটের বস্তা আত্মসাৎ করার অভিযোগের প্রমাণ পায় ওই মামলায় গঠিত তদন্ত কমিটি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপ-সহকারি পরিচালক ইমরান আকন বিষয়টির সত্যতা নিশ্চিত করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে মামলাটির তদন্তের কাজ সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিল করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগে সত্যতা মিলেছে।'

(আরআর/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test