E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাল দলিলে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:২২:২২
জাল দলিলে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবে জাল দলিল করে জমি দখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যক্তি। 

আজ সোমবার সকালে রাণীশংকৈল প্রেসক্লাবে উপজেলার পদমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল করিম এ সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, তার পৈত্রিক ৩ একর ৭০ শতক জমি তারই চাচাতো ভাই আহাম্মদ শরিফ, আসগর আলী, আজাহারুল ও সাজেদ আলী মিলে দিনাজপুর সদর সাব-রেজিষ্টি অফিস থেকে ১৯৭৭ সালের ভলিউম জালিয়াতি করে তিনটি দলিল সৃষ্টি করে জমি দখলের চেষ্টা করেন।

ভুক্তভোগী আব্দুল করিম বলেন, দিনাজপুর জেলা সাব-রেজিষ্টারের কাছে জাল দলিলগুলো নিয়ে তাকে দেখালে তিনি সেগুলো জাল বলে নিশ্চিত করে, আইনগত ব্যবস্থা নিতে বলেন।

এদিকে সেই জাল দলিল দেখিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া চক্র জমিটি দখলের পায়তারা করছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল করিম বলেন, থানা থেকে শুরু স্থানীয় নেতাদের সম্বন্বয়ে কাগজপত্র যাচাইয়ের একাধিকবার সিদ্বান্ত হলেও প্রতিপক্ষরা সেদিকে যায় না। শুধু মাত্র তারা সময় কালক্ষেপন করে তার জমিগুলো আত্নসাতের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি দিনাজপুর সাব-রেজিষ্টার অফিসসহ যারা জাল জালিয়াতি করছেন তাদের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

দিনাজপুর জেলা রেজিষ্টার সিরাজুল ইসলাম বলেন, ভলিউম জালিয়াতি প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া যাচ্ছে।

(এআই/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test