E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জরুরী বিভাগে সার্বক্ষনিক জরুরি সেবা চালু 

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৮:৩৬:০৮
জরুরী বিভাগে সার্বক্ষনিক জরুরি সেবা চালু 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জনগনের বহুল প্রতিক্ষিত জরুরী বিভাগে সার্বক্ষনিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল হতে জরুরী বিভাগে সার্বক্ষনিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল কুদ্দুছের নির্দেশনায় এ চিকিৎসা সেবা শুরু হয়েছে।

হাসপাতালের সকল চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, আরপি-আরএস, সহকারী সার্জন, নার্সিং সুপারভাইজার, বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং সুপারভাইজারদের অবগতির জন্য হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে জরুরী বিভাগে সার্বক্ষনিক চিকিৎসা সেবার নির্দশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জরুরী জানানো হয়েছে, সপ্তাহে সাত দিন জরুরী বিভাগে সকল প্রকার রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা দেয়া হবে। জরুরী বিভাগের সার্বক্ষনিক চিকিৎসা সেবা শুরু হওয়ায় জেলাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।

চিকিৎসা সেবা পাওয়া রোগী ও স্বজনরা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালটি কয়েক বছর আগের চালু হলেও এখানে জরুরী বিভাগে চিকিৎসা পাওয়া যেত না।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল কদ্দুস বলেন, আমাদের চিকিৎসক সংকটসহ জনবল সংকট রয়েছে। তারপরেও জনস্বার্থে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা চলছে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test