E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে ‘মধু চক্রের’ মূলহোতা সাগর আটক

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৮:৫৪:২১
চাটমোহরে ‘মধু চক্রের’ মূলহোতা সাগর আটক

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে নারী দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্ল্যাকমেইলিং, মাদক বিক্রি ও সেবনে উদ্বুদ্ধ করাসহ নানা অপকর্মের মূলহোতা সাগর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। তিনি মধুচক্রের মূলহোতা (হানিট্যাপ) বলে পরিচিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার তায়জুল ইসলামের ছেলে।

এই চক্রের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই ফুঁসে ওঠে সচেতন নাগরিক সমাজ। অভিযুক্তদের আটকের দাবিতে হয় একাধিক মানববন্ধন।

জানা গেছে, নিজেকে নৃত্যশিল্পী দাবি করা সাগর হোসেনসহ বেশ কয়েকজন স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণী মধু চক্রের ফাঁদ পেতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায়, মাদক বিক্রি ও সেবনসহ গোপনে নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এই চক্র পৌর শহর ও আশেপাশের বেশকিছু স্কুলের নারী শিক্ষার্থীদের টার্গেট করে তাদের দলে ভেড়ানো এবং নগ্ন ভিডিও তৈরি করে অশ্লীল কর্মকান্ড পরিচালনা করে অর্থ আদায় করাই ছিল এই চক্রের কাজ।

এরপর সামাজিক যোগাযোগে ব্যাপক নিন্দা, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবির ঝড় ওঠে। অভিযুক্তদের আটকের দাবিতে বেশ কয়েকটি স্থানে পৃথক মানববন্ধন করে চাটমোহরের সচেতন সমাজ। এরমধ্যে এই চক্রের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধু চক্রের অন্যতম এক কিশোরীকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। মঙ্গলবার ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয় এই চক্রের মুলহোতা সাগরকে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ‘ইতিমধ্যে আমরা এই মধুচক্রের অন্যতম নারী সদস্যকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এরপর এই চক্রের মূলহোতা সাগরকে আটক করা হয়েছে। তার (সাগর) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলামন বলে জানান ওসি।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test