E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:১৯:০৮
রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের দুটি ইউনিটে আগস্ট মাসে নতুন মাইলফলক অর্জন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি আগস্ট মাসে রেকর্ড ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা সবোর্চ্চ প্যারমিটারের (ইএফটি) ৭৮দশমিক ৫৮ শতাংশ অর্জিত হয়েছে। দেশের মোট ১০১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রটি ৭ দশমিক ১৫ শতাংশ অবদান অবদান রেখেছে। গত তিন মাস ধরে ধারাবাহিক ভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। এনিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ২০৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে। 

বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এতথ্য নিশ্চিত করে আরো জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি আমদানিকৃত কয়লার উপর নির্ভরশীল হলেও আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। এ কারণে আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থায় ফ্লুগ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতা সম্পন্ন চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করছে। স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডের মাধ্যমে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। এর মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তিস্তাম্ভ সৃষ্টি করেছে বলেও জানান এই মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test